Breaking News

নির্বাচনের আগে সংগঠন ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস!একাধিক জেলায় নতুন সভাপতি বাছল শাসক দল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোর আগেই বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দলীয় নেতৃত্ব জানাল, একাধিক সাংগঠনিক জেলায় নতুন সভাপতি বেছে নেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ, হুগলির শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনে টাউন ও ব্লক স্তরে দায়িত্ব বদলের ঘোষণা করা হয়েছে।হাওড়া গ্রামীণের মোট ৮ টি টাউন ও ব্লকস্তরে রদবদল হয়েছে। পোস্টে নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ীদের অবদানের জন্য ধন্যবাদজ্ঞাপন করেছে শাসকদল।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বারবার বলেছেন, “কাজের লোকই অগ্রাধিকার পাবেন।” তাই গ্রহণযোগ্যতা ও পারফরম্যান্সই নেতৃত্ব নির্বাচনের মূল ভিত্তি। এদিন প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, দীর্ঘদিন দায়িত্ব সামলানো বহু নেতাকে সরিয়ে আনা হয়েছে তরুণ, সক্রিয় ও সংগঠনে পরিশ্রমী মুখদের।
এক্স পোস্টে দল জানায়, শুধু নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা নয়, বিদায় নেওয়া নেতাদের অবদানকেও সম্মান জানানো হয়েছে। হাওড়া গ্রামীণের ৮টি টাউন ও ব্লক সংগঠনে রদবদল হয়েছে। একইভাবে হুগলির শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও বিষ্ণুপুরে নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।এই সাংগঠনিক রদবদলকে সামনে রেখে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বার্তা স্পষ্ট— আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আগেভাগেই সংগঠনকে শক্তপোক্ত করে নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *