প্রসেনজিৎ ধর, কলকাতা :-ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও প্রমাণ মেলেনি। জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাই খারিজ করে দিল কলকাতা হাই কোর্টে। যার জেরে বড়সড় স্বস্তিতে নচিকেতা। তাঁর বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের তরফে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শনিবার বিচারপতি অজয়কুমার গুপ্ত নির্দেশে তা খারিজ হয়ে গেল। নচিকেতার বিরুদ্ধে অভিযোগ ছিল একটি লাইভ শো-তে গান করার সময় তিনি রামের নামে তির্যক মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের তরেফ হাইকোর্টে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শ্যামপুকুর থানার রিপোর্ট পাওয়ার পর নচিকেতার বিরদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি বিচারপতি অজয় কুমার গুপ্ত। তিনি জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ মেলেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে।তথ্যপ্রমাণের অভাবেই গায়কের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ে নিঃসন্দেহে স্বস্তিতে নচিকেতা চক্রবর্তী। অনুরাগীদের একাংশের মত, গায়ককে কালিমালিপ্ত করতে এহেন পদক্ষেপ বিশ্ব হিন্দু পরিষদের। কারও কারও মত, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু আদালত তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal