প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহালয়ার আগের দিনেই শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হাতিবাগান সর্বজনীন পুজোর প্যান্ডেল উদ্বোধন করলেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “আগামিকাল মহালয়ার তর্পণ হবে। মহালয়ার আগে আমি মাতৃমূর্তি উদ্বোধন করি না। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি।”
এরপরই তিনি যান টালা প্রত্যয়ের পুজোয় ৷ সেখানে একঝলক দেখা পাওয়ার জন্য ভিজে বৃষ্টিতে হাজির ছিলেন হাজারো মানুষ ৷ তাঁদের উদ্দেশে মমতার পরামর্শ, “যখন-তখন বৃষ্টি হচ্ছে ৷ সকলে ছাতা সঙ্গে রাখুন ৷ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে, পুজোর আনন্দই মাটি হবে ৷” সেই সঙ্গে প্রার্থনা করেন, “পুজোর দিনগুলো যেন আনন্দে কাটে ৷ মা দুর্গা আবহাওয়াকে সুস্থ করে দিন ৷”
দিনের শেষে মমতা পৌঁছন শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে, যেটি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে গড়ে ওঠে। এই মণ্ডপের ভিড় প্রতি বছরই শিরোনামে থাকে। ভিআইপি রোড কার্যত অবরুদ্ধ হয়ে যায়, যানজটের শিকার হন সাধারণ মানুষ। এদিনও মঞ্চ থেকে দমকলমন্ত্রীকে সরাসরি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “ভিড় যেন রাস্তায় সমস্যার সৃষ্টি না-করে ৷ মানুষকে ভোগান্তি পোহাতে না-হয় তা দেখতে হবে ৷” দলনেত্রীর বার্তার সঙ্গে সম্মতিসূচক মাথা নাড়েন সুজিত বসু ৷ তবে, তা তিনি বা তাঁর পুজো কমিটি কতটা পালন করবেন, সেটা সময়ই বলবে ৷
গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মহালয়ার আগেই শহরের নানা পুজোর উদ্বোধনে অংশ নিচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটানা চার থেকে পাঁচ দিন ধরে তিনি কলকাতার বহু মণ্ডপে প্রদীপ জ্বালাবেন। এদিন হাতিবাগানে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই বছর প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal