দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজো উদ্বোধন করতে চতুর্থীতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষমিত্র স্কোয়ার ও ইজেডসিসি’র বিজেপির পুজোর উদ্বোধন করবেন তিনি। সম্ভবত বেহালার একটি পুজোর উদ্বোধনও করবেন শাহ। বৈঠক করতে পারেন কোর কমিটির সদস্যদের সঙ্গে।রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই খ্যাত। কারণ, এই পুজোর প্রধান উদ্যোক্তাও তিনিই। ৯০ তম বর্ষে পা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম অপারেশন সিঁদুর। যা এবার উদ্বোধন হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে|এবার শাহের উদ্বোধনের আগেই অবশ্য দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। শুক্রবার সেখানে প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী |উত্তর কলকাতার পুজোর উদ্বোধনে অমিত শাহর আসা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “ওই পুজোর উদ্যোক্তা আগে তৃণমূলেই তো ছিলেন। আর রাজ্যে বিজেপির কোনও পুজোই তো নেই।” এদিকে, রাজ্যে একদিনের এই ঝটিকা সফরে এসে বিজেপির পদাধিকারী বা কোর কমিটির সঙ্গে শাহ কোনও বৈঠক করবেন কি না তা নিয়ে চর্চা চলছে। গেরুয়া শিবিরের একাংশের খবর, শাহ কলকাতায় আসার আগে নতুন রাজ্য কমিটি ঘোষণা করে দেওয়া হতে পারে বুধ বা বৃহস্পতিবার। সেক্ষেত্রে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর নতুন টিমের সঙ্গে ছাব্বিশের ভোটের আগে শুক্রবার একটা সংক্ষিপ্ত বৈঠক সেরেও নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal