দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই মহালয়া। মহালয়ার ভোর থেকেই শহরের বিশেষ গুরুত্বপূর্ণ ঘাট গুলিতে শয়ে শয়ে মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেই সময় যেন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেক ঘাটে মোতায়েন করা হবে পুলিস। এছাড়াও যেকোনও রকম দুর্যোগের আগাম সতর্কতা পেতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে ঘাটগুলিতে। ব্যবস্থা করা থাকবে অ্যাম্বুলেন্সের। শহরের ৩৮টি ঘাটে তর্পণের ব্যবস্থা করেছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ। প্রতিটি ঘাটে দু’জন করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী থাকবে। এছাড়াও দুটি স্পিড বোর্ড ও চারটি লঞ্জ দিয়ে রিভার ট্রাফিক পুলিশ নজরদারি চালাবে। সকাল ৯.৪৪ মিনিটে কলকাতায় জোয়ারের সময় বাড়তি নজর রাখা হবে বলে পুলিশ সূত্রে খবর। একইসঙ্গে প্রতিটি থানা এলাকায় গঙ্গার ঘাটে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
পুজোয় পুলিশি নিরাপত্তা নিয়েও একদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। স্পষ্ট বলেছিলেন, “পুজোর দিনগুলিতে অনেক এক্সট্রা ম্যান পাওয়ার থাকছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের উপর আলাদা করে জোর দেওয়া হবে। বড় বড় পুজো যেগুলি থাকছে সেখানে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সারারাত পুলিশ থাকবে। রাত ২ থেকে সকাল ৬টা পর্যন্তও অতিরিক্ত পুলিশ এবার থাকছে।”
Hindustan TV Bangla Bengali News Portal