Breaking News

‘জিএসটি কৃতিত্ব রাজ্যেরই’,পুজো উদ্বোধনে গিয়ে মোদীকে নিশানা করে সাফ বার্তা মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-জিএসটিতে কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই, জিএসটি কৃতিত্ব রাজ্যেরই। পুজো উদ্বোধনে গিয়ে ফের একবার মোদি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার বিকেলে প্রথমে খিদিরপুর ২৫ পল্লী পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের মাঝেই জিএসটি রেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তিনিই প্রথম স্বাস্থ্য বিমার উপর থেকে GST তুলে নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। ফলে বাংলার দীর্ঘদিনের দাবিকেই অবশেষে বাস্তবায়িত করেছে GST কাউন্সিল। এতে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই, বরং সমস্ত ক্রেডিটই রাজ্যের। নয়া জিএসটির নিয়ম নিয়ে কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন যে, ”ঘুরপথে হলেও আমাদের দেখানো পথেই শেষ পর্যন্ত হাঁটল কেন্দ্র সরকার। জিএসটি-র এই কৃতিত্ব রাজ্যেরই। কেন্দ্রের এতে কোনও অবদান নেই।”সোমবার দুপুরে খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধর করেন তিনি। সেই মঞ্চ থেকেই ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্র যেভাবে কৃতিত্ব নিচ্ছে তা নিয়ে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি আরও বলেন, ”চিঠি লিখে প্রথম আমি দাবি করেছিলাম বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিৎ। জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এজন্য কেন্দ্রীয় সরকারের এক পয়সাও খরচ হয়নি। সব টাকা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে। নয়া এই জিএসটি-র জন্য মোট ২০ হাজার কোটি টাকা রাজস্বের ক্ষতি হবে। তবুও রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না কেন্দ্র সরকার।”মুখ্যমন্ত্রী আরও বলেন, ”১০০ দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। এর মধ্যে আবারও ২০ হাজার টাকার ক্ষতি।” কীভাবে চলবে তা নিয়ে এদিন আক্ষেপ শোনা যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। যদিও এহেন পদক্ষেপে তিনি খুশি। তাঁর কথায়, ”মানুষের সুবিধা হয়েছে, আমি খুশি হয়েছি। এজন্য দিল্লি সরকার কিংবা পার্টির কোনও কৃতিত্ব নেই।”

সোমবার থেকেই কেন্দ্রের লাগু করা নিয়মে চালু হচ্ছে জিএসটি। এতে যেমন উৎসবের মরশুমে সস্তা হচ্ছে বেশকিছু পণ্য তেমনই আবার জিএসটি বাড়ছে তামাক-বিড়ি, সিগারেট জাতীয় পণ্যের উপর। রবিবার মহালয়ার দিন সারা দেশজুড়ে নয়া জিএসটি কার্যকর করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *