প্রসেনজিৎ ধর, কলকাতা :- বড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একইমঞ্চে পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মা। মমতাকে পাশে পেয়ে কেঁদে ফেললেন বৃদ্ধ দম্পতি। হাত ধরে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা।বড়িশা ক্লাবের মণ্ডপে উপস্থিত দর্শক ও অতিথিরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। পহেলগাঁও হামলায় নিহত বিতানের বাবা-মাকে মমতা যে ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন, সেটিও এদিন প্রকাশ্যে জানান তিনি। “আমি নিয়মিত যোগাযোগ রাখি ওঁদের সঙ্গে। স্থানীয় নেতৃত্বকেও নির্দেশ দিয়েছি সবসময় তাঁদের পাশে থাকার,” বলেন মুখ্যমন্ত্রী।মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে আক্রমণ করে বললেন, “কেউ কেউ ঘটনার পর যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছিল। কিন্তু কই তাঁদের তো আর দেখা যাচ্ছে না।” এরপরই মনে করিয়ে দিলেন, নন্দীগ্রাম, সিঙ্গুর কাণ্ডের এতবছর পরও শহিদদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। বললেন, “এতবছর পরও একুশে জুলাই শহিদদের শ্রদ্ধা জানানো হয়।” অর্থাৎ বুঝিয়ে দিলেন, কথা দিলে কথা রাখেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal