Breaking News

মঙ্গলবারের দুর্যোগের পর বুধে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা ও তার আশপাশের এলাকা। কার্যত অচল হয়ে পড়ে মহানগর। এখনও জল নামেনি সব জায়গা থেকে। চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি হবে। এরই মধ্যে বুধবারের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি যে একেবারে হবে না, তা-ও বলছে না হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২৫২.১ মিলিমিটার। তবে বেশির ভাগ বৃষ্টিই হয়েছে সোমে রাতভর। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করছিল। তা ছাড়া ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই দুইয়ের জেরেই রাতভর কলকাতায় এত প্রবল বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তা ছাড়া বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও তারপর ভারী বৃষ্টি হতে পারে। এদিকে এরই মধ্যে বৃহস্পতিবারের আশপাশে আরও একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তা ক্রমশ উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের দিকে। পরে অন্ধ্র ও ওড়িশা উপকূল ধরে এগিয়ে যাবে। তখন ফের কলকাতা ও জেলায় জেলায় বৃষ্টি হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *