Breaking News

রাতভর মেট্রো সার্ভিস সপ্তমী, অষ্টমী ও নবমীতে!কখন শুরু পরিষেবা জেনে নিন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর দিনগুলোতে শহরজুড়ে বাড়তি ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেলওয়ে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে (২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ২০২৫) রাতভর মেট্রো পরিষেবা চালু থাকবে ব্লু লাইন ও গ্রিন লাইনে। শুধু তাই নয়, হলুদ লাইন ও পার্পল লাইনেও মিলবে বাড়তি ট্রেন।মঙ্গলবার তার সময়সূচি প্রকাশ করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে পঞ্চমী ও ষষ্ঠীর দিন কখন মেট্রো চলবে, তাও জানানো হয়েছে। একনজরে দেখে নিন পুজোর দিনে কখন মেট্রো পাবেন-

*ব্লু লাইন (দক্ষিণেশ্বর – গড়িয়া)*

পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ২৬২টি ট্রেন।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ২৪৬টি ট্রেন।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন চলাচল। প্রতিদিন চলবে ২৪৬টি ট্রেন।
দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ১৩২টি ট্রেন।

প্রথম সার্ভিস শুরু হবে দুপুর ১টা থেকে শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তমকুমার, গীতাঞ্জলি, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর থেকে। শেষ ট্রেন ছাড়বে ভোর ৩:৪৭ থেকে ৪টার মধ্যে।

*গ্রিন লাইন (হাওড়া ময়দান – সেক্টর V)*

পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত ২২৫টি ট্রেন।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত ১৮৪টি ট্রেন।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর): দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত চলবে ১৯২টি ট্রেন।
দশমী (২ অক্টোবর): দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন।
হলুদ লাইন (নোয়াপাড়া – বিমানবন্দর)

পঞ্চমী ও ষষ্ঠী (২৭–২৮ সেপ্টেম্বর): বিকেল ৩টা থেকে রাত ১০:৩৫ পর্যন্ত ৬০টি ট্রেন।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর): বিকেল ৩টা থেকে রাত ১০:৫০ পর্যন্ত ৬২টি ট্রেন।
দশমী (২ অক্টোবর): বিকেল ৩টা থেকে রাত ৯:২০ পর্যন্ত ৫০টি ট্রেন।

*পার্পল লাইন (জোকা – মাঝেরহাট)*

পঞ্চমী থেকে দশমী (২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর): প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০:৫৫ পর্যন্ত ৩৮টি ট্রেন।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে— ভিড় এড়াতে যাত্রীরা যেন আগে থেকেই ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ থেকে কিউআর টিকিট কেনেন। নির্দিষ্ট স্টেশনে হ্যান্ড হেল্ড টার্মিনাল থেকে কাগজের কিউআর টিকিটও পাওয়া যাবে। ট্যুরিস্ট স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে রাখা হয়েছে, যেখানে ৩ থেকে ৫ দিনের আনলিমিটেড ভ্রমণের সুবিধা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *