প্রসেনজিৎ ধর, কলকাতা :-জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । জানালেন, পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিলেন তিনি। মঙ্গলবারই বেনিয়াপুকুর, গড়িয়াহাট, নেতাজিনগর, কালিকাপুর ও একবালপুর থানা এলাকা-সহ আরও কয়েকটি জায়গায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন মমতা বলেন, ‘মানুষের মৃত্যু অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। CESC পরিবারের কাউকে চাকরি না দিলে আমরাই হোমগার্ডের চাকরি দেব। তাছাড়া CESC-কে বলব পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে।’
কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” এরপরই ফের কেন্দ্রকে নিশানা করেন তিনি। বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।” প্রসঙ্গত, দ্বিতীয়ায় বৃষ্টির কারণে কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়ায় ৪০ টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।
Hindustan TV Bangla Bengali News Portal