Breaking News

প্রকাশিত ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট?চাকরি কবে? বিজ্ঞপ্তির অপেক্ষায় উত্তীর্ণেরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রকাশিত হল ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল।২১ মাসের মাথায় প্রকাশিত হল ২০২৩ সালের টেটের ফল।বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট।প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৪ জন। তবে তাৎপর্যপূর্ণভাবে ভাবাচ্ছে পাশের হার। এই টেট হয়েছিল ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। বোর্ড সূত্রের খবর, মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩০৯০৫৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। কিন্তু পাশ করেছেন মাত্র ৬৭৫৪ জন। ২০২৩ টেট ঐক্য মঞ্চের সদস্য রাজকুমার কুড়মি বলেন, “ফল প্রকাশ হলেও নিয়োগ কবে হবে? এখনও ২০২২-এর নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি।” চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, পরীক্ষা নিয়ে নানান আইনি জটিলতা, ওবিসি সংরক্ষণের কথা বলে দীর্ঘদিন ধরে ফল প্রকাশ করেনি পর্ষদ। ‘আনসার কি’ প্রকাশের পর নিয়মমতোই প্রশ্নও চ্যালেঞ্জ করেছে অনেকেই। কিন্তু এত করেও যদি চাকরি না পাওয়া যা,দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ওই পরীক্ষায় বসেছিলেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী পাশ করলেও পরবর্তীকালে ডিএলএড-এর বৈধতা না থাকায় আইনি জটিলতার কারণে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কমে হয় প্রায় ৫২ হাজার। সেই পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়াই এখনও পর্যন্ত শুরু করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছরের পুজো মিটলেই ২০২২ এবং ২০২৩-এর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই শূন্যপদ সংক্রান্ত তথ্যের জন্য রাজ্য অর্থ দফতরের কাছে চূড়ান্ত অনুমোদনের ফাইল চেয়ে পাঠানো হয়েছে।

কীভাবে দেখা যাবে ফলাফল?
https://wbbpe.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (FOR CLASSES I TO V, PRIMARY) ক্লিক করতে হবে। তারপর Result of TET-2023তে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ দিলেই দেখা যাবে ফলাফল। তা প্রিন্ট আউট করতে পারবেন পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, টেট পাশ করার পর পরীক্ষার্থীরা প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে আবেদন করতে পারেন। তবে তাঁদের আর কোনও লিখিত পরীক্ষা দিতে হয় না। শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হয়। সেই মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হয় তাঁদের। তারপর ইন্টারভিউে পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের ভিত্তিতে নিয়োগপত্র পান চাকরিপ্রার্থীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *