Breaking News

শাহ নয় সেবকের পুজো উদ্বোধনে এলেন শমীক!সুকান্ত নেই সন্তোষ মিত্র স্কোয়ারে, ফের আদি-নব্য দ্বন্দ্বে জর্জরিত বিজেপি

প্রসেনজিৎ ধর, কলকাতা:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না। দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে শাহের পরিবর্তে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।সেবক সংঘের পুজো পুরনো বিজেপি নেতা মৃণালকান্তি দাসের যিনি প্রাক্তন রাজ‌্য সভাপতি রাহুল সিনহা, বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পার্টিতে পরিচিত। তাই দলের ভিতরেই প্রশ্ন উঠেছে, মৃণালকান্তি আদি বিজেপি নেতা বলেই কি তাঁর পুজোয় অমিত শাহ গেলেন না? যদিও শাহের সফরসূচি নিয়ে তৈরি হওয়া ‘জল্পনাকে’ কার্যত এড়িয়ে গেলেন শমীক ভট্টাচাৰ্য | বিজেপির রাজ্য সভাপতি বললেন, ‘কোনও এক কারণে ওনার সফরসূচি থেকে সেবক সঙ্ঘ বাদ পড়েছে। সময়ে কুলিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে কেউ কেউ নানা মন্তব্য করে যদি আনন্দ পান বা এক রাত্রি একটু বেশি ঘুমোতে পারেন, তা হলে ভাল।’অন্যদিকে, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে বিজেপি নেতা সজল ঘোষের পুজো উদ্বোধনে শাহকে নিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | অথচ, সেখানে উপস্থিত ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি শাহর সফরসঙ্গী হিসেবেই কলকাতায় এসেছিলেন। প্রোটোকল অনুযায়ী রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত থাকলেও সুকান্তর অনুপস্থিতি নিয়ে দলীয় অন্দরে প্রশ্ন উঠেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *