নিজস্ব সংবাদদাতা , কলকাতা:- ভোটমুখী তামিলনাড়ুতে অভিনেতা, রাজনীতিক বিজয়ের জনসভায় ব্যাপক ভিড়।তামিলাগা ভেটরি কাজাগম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতার জনসভায় কাতারে কাতারে ভক্ত, অনুগামীদের ভিড়। সেই জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১৬ জন মহিলা, ৮ শিশু-সহ ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি অনেক । বেশিরভাগেরই আশঙ্কাজনক পরিস্থিতি। উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের। উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী মোদীও|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয় সমাবেশে বক্তব্য রাখার সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতেই ঘটেছে পদদলিত হওয়ার ঘটনা। জানা গিয়েছে, শনিবার বিজয়ের রাজনৈতিক দলের প্রচারে প্রায় দশ হাজার মানুষের সমাবেশ হয়েছিল।সূত্রের খবর, কয়েকজন কর্মী পরিস্থিতি লক্ষ্য করে সতর্কতা জারি করেন। তড়িঘড়ি বক্তৃতা থামিয়ে তাঁর প্রচার বাসের উপরে থেকে জলের বোতল ছুঁড়তে থাকেন অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়। প্রবল ভিড়ের মধ্যে অ্যাম্বলেন্সের অসুস্থদের কাছ পর্যন্ত পৌঁছতেও সমস্যা হয় বলেই জানা গিয়েছে। অজ্ঞান হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় তামিলনাড়ু সরকারকেই তোপ দেগেছে বিজেপি। তামিলনাড়ু পুলিশকে এমন একটি সমাবেশের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল। DMK সরকারকে দায়িত্ব নিতে হবে এবং পদক্ষেপ নিতে হবে বলেই এদিন দাবি জানিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে ঘটনার কথা শেয়ার করে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের এই বিজয় মিছিলে ১০ হাজার মানুষ আসতে পারেন বলে মনে করছিলেন আয়োজকরা। সেইমতো অনুমতিও নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। তবে বাস্তবে দেখা যায়, মাত্র ১.২০ লক্ষ বর্গফুটের এই সমাবেশস্থলে ভিড় জমান ৫০,০০০-এরও বেশি মানুষ। যার জেরেই এই দুর্ঘটনা। বিজয়ের ভাষণ শেষ হওয়ার পর হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। এরপরই বিজয় বোঝেন যে পরিস্থিতি ক্রমেই মর্মান্তিক হচ্ছে। পুলিশের থেকে ওই মিছিলে আক্রান্ত ব্যক্তিরা সাহায্য চান। বিজয় নিজেও ভিড়ে আক্রান্তদের জলের বোতল দিয়ে সাহায্য করার চেষ্টা করেন। ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সের, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকা ছেড়ে বেরিয়ে যান বিজয়।
Hindustan TV Bangla Bengali News Portal