Breaking News

দশমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়িতে! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ প্যান্ডেলের সামনেই গাড়ি চাপা পড়ে মৃত্যু তিনজনের

দেবরীনা মণ্ডল সাহা:- দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে মৃত্যু হল তিনজনের, আহত অন্তত ৭। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গাড়ি পিষে মেরেছে ওই তিন দর্শনার্থীকে।বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। শুরু হয়েছে উদ্ধার কাজ। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিশপ্ত গাড়িটির চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। রীতিমতো ছোটাছুটি শুরু হয়ে যায়।মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ রায় (৪৫), শুনিল কুমার বিশ্বাস (৬৭) এবং ডোকসা রায় (৪০)। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ির দিক থেকে আসা গাড়িটি সজোরে প্রথমে একটি মোটরসাইকেল ও দু’টি সাইকেলে ধাক্কা মারে, তারপর পরপর দুটি দোকানের ভিতরে ঢুকে পড়ে সেই গাড়ি। দোকানে তখন চলছিল চায়ের আড্ডা। আর ঠিক সেই সময়ই ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে দোকানের কাঠামো। কয়েক সেকেন্ডের মধ্যেই আর্তনাদে ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ছুটে যান। উদ্ধারকাজ শুরু করেন। দু’জন গাড়ির তলায় চাপা পড়ে থাকায়, ক্রেন ডেকে তাঁদের বের করতে হয়। রক্তাক্ত অবস্থায় মোট ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *