Breaking News

বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের ভিড় গঙ্গার ঘাটে, তদারকিতে মেয়র!আকাশপথেও নজরদারি কলকাতা পুলিশের

প্রসেনজিৎ ধর, কলকাতা:- পুজো শেষে এইবার বিজয়ার পালা ৷ বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে৷ শহরের গঙ্গা তীরবর্তী ঘাটগুলিতে বারোয়ারি থেকে শুরু করে বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন চলছে ৷ পুলিশের পাশাপাশি তৎপর পুর প্রশাসনও| কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম নিজে প্রতিমা বিসর্জনের তদারকি করেন | সাথে আছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও| প্রতিমা নিরঞ্জনকে কেন্দর করে এবছরও গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তায় বাড়তি নজর রাজ‍্যের। ঘাটগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সাতটি গুরুত্বপূর্ণ ঘাটে তৈরি হয়েছে নজর মিনার (ওয়াচ টাওয়ার), যেখান থেকে চলবে টানা নজরদারি। প্রতিটি ঘাটে এক একটি পুলিশ দল মোতায়েন, নেতৃত্বে ডিসি, এসি এবং ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকেরা।বিসর্জনের সঙ্গে সঙ্গে ঘাট সাফাইয়ের কাজে পুরসভার সঙ্গে সহযোগিতা করছে পুলিশও। ঘাটে ঘাটে দুর্ঘটনা রুখতে ঘাটে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। সুষ্ঠুভাবে নিরঞ্জন প্রক্রিয়া সারতে এবারও জোয়ার-ভাটার সময় অ‌্যালার্ট দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলির মোবাইল ফোনে। নিমতলা, বাজেকদমতলা, গোয়ালিয়র ঘাট ও বিচালিঘাটে চারটি বোট থাকছে যাতে জলে প্রতিমা ফেলার পর কাঠামোগুলি সরিয়ে ফেলা যায়। কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত উদ্ধারকাজ করা যায়, সেজন‌্য ডিসি কমব‌্যাটের নেতৃত্বে উদ্ধারকারী টিম থাকছে।প্রতিটি ঘাটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন। বিসর্জন কাজে তদারকি করবেন তাঁরা। ঘাট চত্বরে থাকছে অ‌্যাম্বুল‌্যান্স। ঘাটে পর্যাপ্ত আলোর ব‌্যবস্থা করা হয়েছে। তবে বিসর্জনের পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *