প্রসেনজিৎ ধর, কলকাতা:-এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুশো বাড়ি। ঝড় থামলেই আহতদের দেখতে ও এলাকার পরিদর্শনে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো |সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো শুরু হয়। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় ১৫-২০টি ইলেকট্রিকের খুঁটি ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঝড়ের খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা।ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক সুকুমার মাহাতো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তার কাজ শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন হঠাৎ ঝড়ের জন্য কেউ প্রস্তুত ছিলেন না। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ঝড়ে বিধ্বস্ত সন্দেশখালির গ্রামগুলিতে ত্রাণ পৌঁছনোর কাজ শুরু করেছেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো |
Hindustan TV Bangla Bengali News Portal