প্রসেনজিৎ ধর, কলকাতা:- প্রাথমিক নিয়োগ মামলায় আরও এক বড় পদক্ষেপ নিল সিবিআই। শুক্রবার দুপুরে কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী সংস্থা জমা দিল চূড়ান্ত চার্জশিট |আদালত সূত্রে খবর, প্রায় ৭০ পাতার এই চার্জশিটে মামলার একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। সিবিআই সূত্রের দাবি, এটি ওই মামলার চতুর্থ সাপ্লিমেন্টারি তথা চূড়ান্ত চার্জশিট।প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক নাম উঠে আসে। পরবর্তীতে গ্রেফতার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী-সহ অন্যান্যরা। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি-সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়েছিল সিবিআই তদন্তে। ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানি শুরু হয়।এবার একাদশীর দিন পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দল ইডি। ৭০ পাতার এই চার্জশিটই চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal