দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। ওইদিন তুলনামূলক কম চলবে মেট্রো। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) আপ ও ডাউন মিলিয়ে ২৩৬টি মেট্রো চলবে। যাত্রীদের দাবি, তার ফলে মেট্রোয় ওইদিন ভিড় বেশি হতে পারে। গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া থেকে বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট থেকে ডায়মন্ড পার্ক) এবং অরেঞ্জ লাইনে (শহিদ ক্ষুদিরাম-বেলেঘাটা) অবশ্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মোট ২৩৬টি পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাধারণ দিনে যেখানে ২৭২টি মেট্রো ট্রেন চলে, সেখানে পুজোর দিনে কিছুটা কমিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ব্লু লাইনে ওই দিন ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা চলবে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকবে না,জানিয়েছে মেট্রো রেল।
প্রথম মেট্রো পরিষেবা কখন শুরু হবে?
সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এই ট্রেন চলবে
সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে
সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে
সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে
শেষ মেট্রো পরিষেবা
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত
রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্ব পর্যন্ত
রাত ৯:৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত
তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal