দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:-বিজয়া দশমীর পরদিন থেকেই আসন্ন ২০২৬ বিধানসভা ভোটকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। উৎসব চলাকালীনই কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছিল রাজ্যের দুই নির্বাচন প্রভারীর নাম। আর তার পরদিন, একাদশীতে কলকাতায় হাজির হয়ে গেলেন দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব এবং সহ-প্রভারী বিপ্লব দেব |বঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ও সহকারী নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূপেন্দ্র ও বিপ্লবের নাম ঘোষণা হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। নাম ঘোষণার পর গতকাল প্রথম বঙ্গে এসেছেন বিজেপির এই দুই নেতা। দফায় দফায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের সঙ্গে পৃথক বৈঠক করেন তাঁরা। গতকাল সল্টলেকের অফিসেও বৈঠক করেন তাঁরা।সেই বৈঠকে শমীক, বনশল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, সতীশ ধন্দরা। জানা গিয়েছে, বৈঠকে দুই নির্বাচনী পর্যবেক্ষক জানতে চান, কোথায় আর একটু উন্নতির সুযোগ রয়েছে। কম ভোটের ব্যবধানে হারা লোকসভা ও বিধানসভা আসনগুলিতে কতটা উন্নতি করলে জয় সম্ভব, সেই হিসাব নিকাশ করা হয় বলেও সূত্রের খবর।দলীয় সূত্রের খবর, ভূপেন্দ্র ও বিপ্লব প্রথম সফরেই বর্তমান সাংগঠনিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। কোন এলাকায় বিজেপির ভিত্তি কতটা দৃঢ়, কোথায় আরও জোরদার করা যায়, গত নির্বাচনে কোন এলাকায় ফল খারাপ হয়েছিল, সব মিলিয়ে ভোটের অঙ্ক কষতে শুরু করেছেন তাঁরা। বিশেষ করে, হারের জায়গাগুলোতে অল্প চেষ্টাতেই ঘুঁটি ঘোরানো সম্ভব কি না, সেই দিকেও নজর দেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal