প্রসেনজিৎ ধর, কলকাতা:- আগামিকাল ৫ অক্টোবর কলকাতার রেড রোডে, এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শহর কলকাতা ও শহরতলির সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা একেবারে সামনে থেকে দেখার সুযোগ পাবেন |২০১৬ সালে প্রথম বার দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। ২০২৫ সাল পর্যন্ত ধরলে সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বারের কার্নিভালে অংশ নেবে— ১১৩টি। ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮৯। ২০২২ এবং ২০২৩ সালে প্রায় ১০০টি পুজোকমিটি রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রায় | লালবাজারের তরফে জানানো হয়েছে, কার্নিভাল উপলক্ষে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। আবার ট্রাফিক পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশিকা বলবৎ থাকবে।রবিবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এ ক্ষেত্রে ছাড় পাবে। অন্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। তা ছাড়া দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনস্ওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প বন্ধ থাকবে। আর শনিবার রাত ১২টা থেকে রবিবার ৯টা পর্যন্ত রেড রোডে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal