Breaking News

সরছেন শান্তা!কলকাতা, যাদবপুর-সহ ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা:- কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপচার্য নিয়োগে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানেই রাজ্যের আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা কাটে। এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র পরিবর্তে নতুন স্থায়ী উপাচার্য পেতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কোন বিশ্ববিদ্যালয়ে কে পেলেন উপাচার্যের দায়িত্ব, দেখে নিন –

কলকাতা বিশ্ববিদ্যালয় – আশুতোষ ঘোষ
যাদবপুর বিশ্ববিদ্যালয় – চিরঞ্জীব ভট্টাচার্য
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় – ওমপ্রকাশ মিশ্র
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় – অর্ণব সেন
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় – আশিস ভট্টাচার্য
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় – উদয় বন্দ্যোপাধ্যায়
সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় – চন্দ্রদীপা ঘোষ
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় – আবু তালেব

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকার এবং রাজ্যপাল (বিশ্ববিদ্যালয়ের আচার্য)-এর সংঘাত দীর্ঘ দিন ধরে চলছে সুপ্রিম কোর্টে। এই বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। কমিটির দায়িত্ব ছিল, যাঁদের নাম উপাচার্য হিসাবে নিয়োগের জন্য প্রস্তাবিত হয়েছে, তাঁদের মূল্যায়ন করা। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ওই কমিটির সুপারিশগুলি খতিয়ে দেখে। এর পরে যে নামগুলির ক্ষেত্রে রাজ্যপাল এবং রাজ্য সরকারের কোনও আপত্তি নেই, সেই নিয়োগগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।শীর্ষ আদালত জানায়, যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যপাল (বিশ্ববিদ্যালয়ের আচার্য)-এর সম্মতি রয়েছে, সেগুলিতে উপাচার্য নিয়োগ করা হোক। আদালতের এই নির্দেশের ফলে আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা কাটল। তবে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে জট এখনও রয়ে গিয়েছে। আগামী শুনানিতে এই বিষয়গুলি শুনবে সুপ্রিম কোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *