Breaking News

মেলেনি সিট, রাগে লোকাল ট্রেনে পেপার স্প্রে ছড়ালেন তরুণী!শিয়ালদহ শাখায় মহিলা কামরায় শোরগোল, ভাইরাল সেই ভিডিও

প্রসেনজিৎ ধর, কলকাতা:- লোকাল ট্রেনে উঠে বসার আসন না পেয়ে অদ্ভুত আচরণ করলেন এক তরুণী যাত্রী। মুহূর্তে বিশৃঙ্খল তৈরি হয় শিয়ালদহ শাখায়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়|ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে লোকাল ট্রেনের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা কামরা। দাঁড়িয়ে অনেক যাত্রী। তাঁদের মধ্যেই একজন সবুজ কুর্তি পরে দাঁড়িয়ে। সকলের নিশানায় ওই তরুণী। ক্ষুব্ধ যাত্রীদের তাঁকে প্রশ্ন একটাই, “কী করে এটা করলে?” কেউ আবার বলছেন, “বাচ্চারা আছে দেখেও কেন এটা করলে?” আবার তেড়ে যাচ্ছেন কেউ কেউ। কিন্তু কেন? ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, শিয়ালদহ থেকেই ট্রেনে ওঠেন সবুজ কুর্তি পরা ওই তরুণী। স্বাভাবিকভাবেই সিটে বসে থাকা যাত্রীদের প্রশ্ন করেন, তাঁরা কোথায় নামবেন। তবে কয়েকজনকে জিজ্ঞেস করার পর বুঝতে পারেন, কাছাকাছি বসার জায়গা মিলবে না। এরপরই অদ্ভুত কাণ্ড!অভিযোগ, আচমকাই ব্যাগ থেকে পেপার স্প্রে বের করেন ওই সবুজ কুর্তি পরা তরুণী। বুঝতে পেরে এক যাত্রী বাধা দেন। তাতেও কাজ হয়নি। এরপরই ওই তরুণী স্প্রে ছিটিয়ে দেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই গন্ধে অসুস্থ বোধ করেন যাত্রীরা। কেউ কাশতে শুরু করেন। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় জিআরপিকে। তাদের হাতে তুলে দেওয়া হয় তরুণীকে। ঘটনার পরে যাত্রীরা দাবি করেন, এমন বেপরোয়া কাজের জন্য ওই যাত্রীর কঠোর শাস্তি হওয়া উচিত। আত্মরক্ষার জন্য যে পেপার স্প্রে ব্যবহার হয়, সেটি অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করা ঠিক নয়। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *