Breaking News

ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ টিম!বুধ-বৃহস্পতি রয়েছে একগুচ্ছ বৈঠক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল এ রাজ্যে আসছে। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক,ERO এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে। ত্রাণ ও পুনর্বাসনমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য নির্বাচন দফতর উত্তরবঙ্গের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের এই বৈঠক থেকে অব্যাহতি দিয়েছে। এদিন রাতে কলকাতায় পৌঁছবে কমিশনের বিশেষ টিম। বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গ বাদে সব জেলার জেলাশাসক, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO)-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। বৈঠক শেষে প্রথমে রাজারহাট-গোপালপুর তারপর বারাসত যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছবেন। সেখানে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বৈঠকের জন্য কেন ওই তিন জেলাকে আলাদা করে বেছে নেওয়া হল?বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। সেজন্যই কি এই জেলায় বাড়তি নজর দেওয়া হচ্ছে? সূত্রের খবর, বিজেপি অভিযোগ করেছে, সরকারি কর্মীদের বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে নিয়োগ করা হচ্ছে। এতে ভোটার তালিকায় গরমিল হতে পারে। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি ছিল। কমিশনের আধিকারিক জানাচ্ছেন, বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেকের নাম ২০২৫ সালের তালিকায় পাওয়া যায়নি। সবকিছু খতিয়ে দেখবে কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *