Breaking News

বিজেপির খগেন মুর্মু-শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার দু’জন!তল্লাশি চলছে বাকিদের খোঁজে

প্রসেনজিৎ ধর, কলকাতা:- বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার | ২ অভিযুক্তকে পাকড়াও করল জলপাইগুড়ি পুলিশ।গত সোমবার দুপুরে নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে গিয়ে আচমকা হামলার মুখে পড়তে হয় তাঁদের। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও মঙ্গলবারও কেউ গ্রেফতার না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।
বুধবার খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পৌঁছন বিজেপির কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদার। সেখানেই তিনি সরাসরি প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। বলেন, “এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” অন্যদিকে, এই হামলার পিছনে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলই দায়ী কি না, সেই প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে তিনি বলেন, “চ্যারিটি বিগিনস অ্যাট হোম! ঘটনা ঘটেছে বিজেপি অধ্যুষিত এলাকায়, এমপি, এমএলএ—সবই বিজেপির। তাহলে দায় কার?”তৃণমূলের দিকে আঙুল তুলতে একচুল পিছু হটছে না গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, “পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে। এখন পরিস্থিতি সামলাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা জানি, এই পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে না। তাই এনআইএ তদন্ত চাই। সেখানেই আমরা অনড়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *