দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- সপ্তাহান্তে দিঘার পর্যটকদের জন্য দুঃসংবাদ। নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কে মারিশদাতে কালভার্ট ভেঙে বিপত্তি। বন্ধ যান চলাচল। কলকাতা থেকে দিঘাগামী সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বাজকুল ও হেঁড়িয়া থেকে ঘুরপথে এগরা হয়ে পৌঁছতে হচ্ছে দিঘা। তার ফলে চূড়ান্ত বিপাকে পর্যটকরা।পুলিশ সূত্রে খবর, মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের উপরে এ দিন দুপুরে আচমকাই ওই কালভার্ট ভেঙে পড়ে৷ এর ফলে যান চলাচল বন্ধ করে দিতে হয়৷ পুলিশ জানিয়েছে, কোলাঘাট থেকে দিঘাগামী যানবাহনগুলিকে বাজকূল এবং হেঁড়িয়া হয়ে এগরা দিয়ে কাঁথি এবং দিঘার দিকে পাঠানো হচ্ছে৷যানজট সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ যুদ্ধকালীন ভিত্তিতে চলে মেরামতির কাজ৷ পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল বলেন, “এই ঘটনার জেরে রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সড়ক ধরে কলকাতা ও দিঘার মধ্যে যাতায়াত অসম্ভব। সমস্যা সমাধানে ঘুরপথে গাড়িগুলিকে রাস্তা করে দেওয়া হয়েছে।” কলকাতা থেকে দিঘাগামী সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এই ঘটনার পরই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। শনিবার থাকায় দিঘার পর্যটকের ভিড় অন্যদিনের তুলনায় অনেকটাই বেশি। কালভার্ট ভেঙে পড়ায় গন্তব্যে পৌঁছতে নাজেহাল পর্যটকরা।
Hindustan TV Bangla Bengali News Portal