প্রসেনজিৎ ধর:- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদের ৬ পরিযায়ী শ্রমিকের মৃত। অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ছিলেন। জানা যায়, মৃত চার পরিযায়ী শ্রমিক হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা।কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ৬ দিন আগে বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের ৭ জন পরিযায়ী শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে। সেখানকার বিডাডি এলাকায় সিলিন্ডার ধরাতে গেলে সিলিন্ডার ব্লাস্ট করে। মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক আগুনে পুড়ে দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার খবর পেয়ে অধীর রঞ্জন চৌধুরী তৎক্ষণাৎ আহত শ্রমিকদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। হাসপাতালের তরফ থেকে সবরকমের চেষ্টা করা হয়। কিন্তু ৬ শ্রমিকের ৮০ শতাংশের বেশি বার্ন ইনজুরি ছিল। তাঁদের প্রাণ রক্ষা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, তাঁদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল।অধীর চৌধুরী কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। যাতে নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়। কর্নাটক সরকার ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলি মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করেছে। এই মর্মান্তিক ঘটনায় অধীরবাবু গভীর শোকপ্রকাশ করেছেন এবং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal