Breaking News

বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ‘ধর্ষণ’, নাদিয়ালে বাড়ির সামনে থেকে ধৃত অভিযুক্ত!

প্রসেনজিৎ ধর, কলকাতা:-বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নাদিয়াল থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।ধৃত মহম্মদ ইয়াসিন। নাদিয়াল থানার আয়ুব নগরের বাগদি পাড়া রোডের বাসিন্দা। গভীর রাতে অভিযুক্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর চিৎকারে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তবে ততক্ষণে গা ঢাকা দিয়েছে মহম্মদ ইয়াসিন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে পুলিশ ইয়াসিনকে পাকড়াও করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষণ আদৌ হয়েছে কিনা, তা জানতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে।শুক্রবার সকালে যখন নির্যাতিতার স্বামী বাইরে বেরিয়ে যান, তখনই সুযোগ বুঝে ঘরে ঢোকে অভিযুক্ত। যেহেতু মহিলার কথা বলার ক্ষমতা নেই, নড়তেও পারেন না সঠিকভাবে, ওই অবস্থাতেই তাঁর ওপর নির্যাতন চালিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অভিযুক্ত।স্বামী বাড়ি ফেরার পর হাবেভাবে নির্যাতিতা সবটা বুঝিয়ে বলেন। এরপর নির্যাতিতার স্বামী নাদিয়াল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ নির্যাতিতার বাড়িতে আসে। অভিযুক্ত বর্ণনা দেন। এরপর পুলিশ অভিযুক্তকে ধরে আনায় নির্যাতিতা তাঁকে শনাক্ত করেন। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *