দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- কসবা গণধর্ষণ-কাণ্ডে জামিন পেলেন ওই কলেজের নিরাপত্তারক্ষী। সোমবার আলিপুর আদালত কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করেছে। গণধর্ষণের ঘটনার প্রায় চার মাস পর জামিন পেলেন অভিযুক্ত। তবে এখনও জেলেই রয়েছেন মূল অভিযুক্ত সহ আরও দু’জন।কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ৷ তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা ওই আইন কলেজের প্রাক্তন ছাত্র এবং অস্থায়ী কর্মী ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করে৷ মনোজিৎকে মদত দেওয়ার অভিযোগ ওঠে দুই ছাত্রের বিরুদ্ধে ৷ তাদেরও গ্রেফতার করে পুলিশ ৷ ধর্ষণের ঘটনাটি ঘটেছিল কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে ৷ পরে পিনাকী বন্দ্যোপাধ্যায় নামে ওই নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ ৷ঘটনার প্রায় সাড়ে তিনমাস পর জামিন পেলেন গ্রেফতার হওয়া চারজনের একজন ৷ যিনি জামিন পেয়েছেন তাঁর নাম পিনাকী বন্দ্যোপাধ্যায় ৷ অর্থাৎ ওই কলেজের নিরাপত্তারক্ষী ৷ ২০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত ৷ মূলত নির্যাতিতর বয়ান ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের প্রমাণের ভিত্তিতে পিনাকী বন্দ্যোপাধ্যায় নির্দোষ বলে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী । কারণ আইনজীবীর দাবি, ঘটনার সময় ওই নিরাপত্তারক্ষীকে জোর করে ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল ।ঘটনার সাড়ে তিন মাস পর আদালত সোমবার জানায়, তদন্তের অগ্রগতি ও প্রমাণের ভিত্তিতে আপাতত শর্তসাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে পিনাকী বন্দ্যোপাধ্যায়কে । আদালত নির্দেশ দিয়েছে, তিনি যেন তদন্তে সহযোগিতা করেন এবং কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ না রাখেন । তবে আইনজীবী মহলে জোর আলোচনা, নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি । তবে এরই মধ্যে তিনি জামিন পেয়ে গেলেন ৷
Hindustan TV Bangla Bengali News Portal