প্রসেনজিৎ ধর, কলকাতা:-আচমকা অসুস্থ হয়ে পড়ায় সোমবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন বিজেপি নেতা। ওষুধ খেলেও আরাম মেলেনি। এরপর সোমবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দুর্বলতা বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই শরীর ভাল ছিল না বিজেপি রাজ্য সভাপতির৷ প্রাকৃতিক দুর্যোগের পর উত্তরবঙ্গ সফরে যান তিনি৷ সেখান থেকে ফেরার পর থেকেই শরীর খারাপ হয় শমীকের৷ জানা গিয়েছে, গতকাল থেকেই জ্বরে আক্রান্ত হন রাজ্য বিজেপি সভাপতি৷ শরীরের তাপমাত্রা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকে৷ এদিন শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঝুঁকি না নিয়ে শমীক ভট্টাচার্যকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার পর শমীক ভট্টাচার্যের রক্ত ও ডেঙ্গি-সহ একাধিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রিপোর্ট হাতে এলেই জ্বরের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শমীকবাবুর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তিনি এখনো যথাযথভাবে খাবার খেতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কয়েকদিন তাঁকে হাসপাতালেই রাখতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal