Breaking News

‘প্রতি ইঞ্চিতে পুলিশ মোতায়েন সম্ভব নয়, মেয়েদেরও সাবধান হতে হবে’, এবার বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের!

নিজস্ব সংবাদদাতা:-দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ গণধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। আর সেই বিতর্কের মধ্যেই এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা সৌগত রায়। তিনি দাবি করেছেন, মহিলাদের গভীর রাতে বাইরে বেরোনো উচিত নয় এবং পুলিশ ‘প্রতি ইঞ্চিতে’ সুরক্ষা দিতে পারে না। মেডিক্যাল কলেজের এক ছাত্রীর ধর্ষণ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। তিনি নারীদের সতর্ক থাকার আহ্বান জানান। সৌগত বলেন, ‘বাংলায় এই ধরনের ঘটনা বিরল। বাংলায় নারীদের নিরাপত্তা অন্য যেকোনও রাজ্যের চেয়ে ভালো। তবে মহিলাদের গভীর রাতে কলেজ ছেড়ে যাওয়া উচিত নয় কারণ পুলিশ সর্বত্র টহল দিতে পারে না।’যে বেসরকারি হাসপাতালে ডাক্তারি পড়াশোনা করতেন নির্যাতিতা, সেখান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানতে পারা গিয়েছে, নির্যাতিতা ও তাঁর সহপাঠী রাত ৭টা বেজে ৫৮ মিনিটে দু’জন বের হন। তারপর ৮টা বেজে ৪২ মিনিটে দেখা যায় নির্যাতিতার বন্ধু একা-একা ভিতরে ঢোকেন। এরপর পাঁচ থেকে থেকে ছ’মিনিট ক্যাম্পাসের বাইরের গেটের সামনে ঘোরাঘুরি করার পর আবারও ঘটনাস্থলের দিকে চলে যান। এরপর ৯টা ২৯ মিনিটে দু’জনে নির্যাতিতা ও তাঁর সহপাঠী ফিরে আসেন। আর ৯টা বেজে ৩২ মিনিটে মেয়েটি একা হস্টেলে ঢোকেন। তবে সৌগত রায়ের এই মন্তব্যের পাল্টা বক্তব্য রেখেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “মেয়েদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া এটা একটা মানসিকতা। আর সেই মানসিকতার প্রতিফলন মুখ্যমন্ত্রী থেকে সাংসদের বক্তব্যে ফুটে উঠছে। আর সৌগতবাবু কি এটা বলতে পারবেন মেয়েরা রাতেই আক্রান্ত হচ্ছেন, দিনের বেলায় আক্রান্ত হচ্ছেন না? ফলে প্রশ্নটা রাত বা দিনের নয়। আমার মনে হয় সব মহিলাদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানানো দরকার।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *