দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেজে গেল ২০২৬-শের নির্বাচনের দামামা। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর শহিদ মিনারে বড় সমাবেশ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ছাব্বিশের লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবে তৃণমূল কংগ্রেস ।ছাব্বিশের ভোটের মূল ইস্যু হতে চলেছে এসআইআর, তা আগেই স্পষ্ট করেছে তৃণমূল। নভেম্বরের সভায় তা নিয়ে লড়াইয়ের মূল সুর বেঁধে দিতে পারেন মমতা-অভিষেক এমনই মত রাজনৈতিক মহলের।নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ শেষ হওয়ার মাস তিনেকের মধ্যে ভোট ঘোষণা হতে পারে। সেই সময়ের হিসেবে ছাব্বিশের বিধানসভা ভোটের আর বেশিদিন বাকি নেই। আগামী বছরের প্রথমার্ধ্বে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। আর তাই উৎসব মরশুম মিটতেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দামামা বাজিয়ে দিতে চাইছেন মমতা-অভিষেক।
Hindustan TV Bangla Bengali News Portal