দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার দুপুরে প্রায় দু’ঘণ্টা একান্তে বৈঠক করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন-তৃণমূলে কি তবে শোভনের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা?সম্প্রতি পাহাড়ে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়| বুধবার সকালবেলাই বিমানে বাগডোগরা পৌঁছে গিয়েছিলেন শোভন-বৈশাখী। বিকেলে রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁরা।সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে রয়েছেন মমতা। আজই তিনি ফিরছেন কলকাতায়। কিন্তু তার আগেই রিচমন্ড হিলে একটা সময় তাঁর স্নেহের কাননের সঙ্গে বৈঠক করেন মমতা।আজ উত্তরবঙ্গে পৌঁছলেন শোভন। এমন একটা সময় যেখানে প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিধ্বস্ত পাহাড়। মুখ্যমন্ত্রী ব্যস্ত সেই পাহাড়কে ছন্দে আবার আগের মতো ফিরিয়ে আনতে। সেই দার্জিলিংয়ে গেলেন শোভন। তবে জানা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে ডেকেছিলেন নাকি তিনি নিজেই গিয়েছেন সেখানে। সূত্রের খবর, প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়েছে তাঁদের। প্রসঙ্গত, একসময় মেয়র পদে ইস্তফা দিয়ে দল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগও দেন তিনি। কিন্তু পরে দেখা যায় বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে। কিন্তু এত সবের পরও প্রতি বছর মমতার কাছে ভাইফোঁটা নিতেও দেখা যায় শোভনকে। এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। অভিষেকের সঙ্গে সেদিন কী কথা হয়েছে তা স্পষ্ট করে বলেননি কেউই।
Hindustan TV Bangla Bengali News Portal