Breaking News

ভোটের আগেই তৃণমূলে বড় চমক,বিরাট পরিবর্তনের ইঙ্গিত মমতা-অভিষেকের!পারফরম্যান্সের ভিত্তিতেই মিলবে পদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২৬ এ বিধানসভা নির্বাচন। আর তার আগেই সুপ্রিম নেতৃত্বের নির্দেশে তৃণমূলের সাংগঠনিক রদবদল চলছে। কিসের ভিত্তিতে চলছে রদবদল? তৃণমূল সূত্রে খবর শাসক দলে এই সাংগঠনিক রদবদল চলছে পারফরম্যান্সের ভিত্তিতে।দলের ‘নিষ্ক্রিয়’ কর্মীদের উপর নেমে আসতে পারে শাস্তির খাঁড়া। কারা পাবেন পদ, কারাই বা খোয়াবেন, উৎসব মিটলে একমাসের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে।২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পারফরম্যান্সের ভিত্তিতে দলের পদাধিকারীরা থাকবেন। কাজ না করলে বাদ পড়তে হবে। খুব দ্রুত সেই স্ক্রুটিনি শুরু হবে বলে জানিয়েছিলেন। সেই অনুযায়ী, গত কয়েকমাস ধরে দলের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনে যেসব জায়গায় দলের ফলাফল কম ভালো হয়েছে, সেখানকার সংগঠনে বেশি জোর দিয়েছেন। দলের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে নেতানেত্রীদের সতর্ক করেছেন একাধিকবার। ছাব্বিশের ভোটে যাতে সেসব ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ক্যামাক স্ট্রিটের রুদ্ধদ্বার বৈঠকে পরামর্শ দিয়েছেন অভিষেক।এরইমধ্যে বিধানসভা ভোটের আগে ব্লক স্তরে দক্ষিণবঙ্গর একাধিক জেলায় রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে হাওড়া শহর ও গ্রামীণ রয়েছে। হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ সাংগঠনিক জেলাও আছে। এছাড়াও আছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, বহরমপুর-মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা।প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে পদ দেওয়ার ক্ষেত্রে যেমন লোকসভা ভোটের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক তেমনই সাংগঠনিক পদ থেকে বাদও পড়তে পারেন অনেকে। পারফরমেন্সের ভিত্তিতেই হবে এই রদবদল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *