দেবরীনা মণ্ডল সাহা :- যে থানায় কর্মরত, সেই থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। বৃহস্পতিবার সকালে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট আট জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। যাদের মধ্যে একজন আবার সিভিক ভলান্টিয়ার, আরেক জন প্রয়াত বিধায়ক ঘনিষ্ঠ।ঘটনা জানতে পেরেই তদন্তে নেমে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবির-সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই সিভিক ভলান্টিয়ার ডোমকল থানায় কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডোমকল থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, সিভিক ভলান্টিয়ারের কীর্তি সামনে আসতে জেলা পুলিশ প্রশাসনেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।লাল চাঁদ মণ্ডল নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট আট অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে মোট সাত জনকে গ্রেফতার করে তাঁরা। পরবর্তীতে জেরায় উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। কিন্তু কেনই বা অপহরণ করা হল ওই মুদি ব্যবসায়ীকে? কী উদ্দেশ্য ছিল অভিযুক্তদের? ইতিমধ্য়েই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ব্যক্তিকে অপহরণ করে তাঁরা।এদিন এই ঘটনায় গ্রেফতার হওয়া প্রথম সাত অভিযুক্ত যথাক্রমে মমিনুল ইসলাম, সুমন মন্ডল, আজমির মন্ডল, ইমান উল কবির ,আনসারুল আনসারী, নয়ন শেখ ও হুমায়ুন কবীর ডোমকল এলাকারই বাসিন্দা। এঁদের মধ্যে হুমায়ুন কবীর ওই ডোমকল থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার। সকালে সাতজন গ্রেফতার হতেই শুরু হয় জেরা। বেলা গড়াতেই গ্রেফতার করা হয় আরও একজনকে। নাম মহম্মদ আলী মুবারক |পুলিশ জানায় রাস্তায় পুলিশের নাকা চেকিং হচ্ছে দেখতে পেয়ে দুষ্কৃতিরা রানাঘাটের আগে থেকেই গাড়ি ঘুড়িয়ে ফের ডোমকলের দিকে ফিরতে থাকে। ডোমকলের পুলিশ পুরো বিষয়টি উপর কড়া নজরদারি চালাতে থাকে। এরপর ভোররাতে রীতিমতো সিনেমার কায়দায় নকল পুলিশের গাড়িকে ঘিরে ধরে অপহৃত লালচাঁদ মণ্ডলকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা নকল পুলিশের দলকে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ”বুধবার সন্ধ্যায় এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল, খবর পাওয়ামাত্র ডোমকলের পুলিশ তৎপর হয়ে তাকে উদ্ধার করেছে। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার আছে।”
Hindustan TV Bangla Bengali News Portal