Breaking News

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই এনকেডিএ চেয়ারম্যান করা হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নিউটাউনের উন্নয়নে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।‘নিউটাউনের কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের’ চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন সাত বছর পরে প্রশাসনে ফিরলেন। শুক্রবারই শোভনকে এই নিযুক্তির কথা সরকারি ভাবে জানানো হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের পরেই এদিন সরকারিভাবে ঘোষণা হয় এই নিয়োগের।এত দিন এই পদ সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।এই নিয়োগের মাধ্যমে শোভনের রাজনীতিতে ফের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও, মমতার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎ ও সরকারি দায়িত্ব পাওয়া তাঁর রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন মাত্রা দিয়েছে।সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শোভনের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতাকে গুরুত্ব দিয়েছেন। কলকাতা পুরসভার মেয়র হিসেবে শোভনের মেয়াদকালে শহর উন্নয়ন ও নগর পরিকাঠামোয় একাধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছিল। এবার নিউটাউন উন্নয়ন পর্ষদ বা NKDA (New Town Kolkata Development Authority)-র চেয়ারম্যান হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই আশা প্রশাসনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *