প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তিনি ভবানীপুরে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল | বহিরাগত বলতে মুখ্যমন্ত্রী কাদের বুঝিয়েছেন, তা নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা | এদিন কলকাতায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বহিরাগত বলতে তিনি রাজনৈতিক দলগুলিকে বুঝিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বহিরাগত বলতে রাজনৈতিক দলগুলিকে বুঝিয়েছি৷ যাঁরা এখানে বাস করেন, তাঁদের সঙ্গে আছি | নির্বাচনের সময় বাইরে থেকে অনেককে নিয়ে এসে ফ্ল্যাট কিনে রেখে দেয়, গেস্ট হাউজে রাখে | তা নিয়েই আমি কাউন্সিলরদের সতর্ক করেছি | সেটারই অন্য ব্যাখ্যা হয়েছে |’আগামী সোমবার কালীপুজো। তার আগে শুক্রবার থেকেই কয়েকটি কলকাতার নামী কালীপুজোগুলির উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সূচনা হল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর মণ্ডপ থেকে। সেখানে সকলকে উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নজরে আনলেন গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাঁর অভিযোগ, বহিরাগতরা এখানে ঢুকে বড় বড় বহুতল উঠছে আর তার জেরে স্থানীয় বস্তিবাসীকে উচ্ছেদ হতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের নজরদারির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Hindustan TV Bangla Bengali News Portal