দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোর মুখে কলকাতায় অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে ১২ জনের মৃত্যু হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার কালীপুজোর মঞ্চ থেকে ওই ১২টি পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ক্ষতিগ্রস্ত পরিবারগুলিগুলিকে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হল দু’লক্ষ টাকা করে। একইসঙ্গে ১২টি পরিবারের একজন করে সদস্যের হাতে তুলে দেওয়া হল হোমগার্ডে চাকরির নিয়োগপত্র।বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ১০ জন-সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছিল। ১৭ তারিখ শেকসপিয়র সরণি চত্বরের কোনও এক মণ্ডপে ওনাদের পরিবারকে ডাকা হবে। তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ও আর্থিক সাহায্য।” সেই মতোই এদিন মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র ও চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, অর্থ দিয়ে কোনও মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। তবু দুঃসময়ে পরিবারের পাশে থাকতে রাজ্যের তরফে এই আর্থিক সাহায্য ও চাকরির ব্যবস্থা করা হল।
Hindustan TV Bangla Bengali News Portal