Breaking News

কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা, কখন থেকে কখন চলবে?জেনে নিন রুটের হালচাল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালীপুজোর দিন স্পেশাল মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পুজোর সময়ে দর্শনার্থীদের সুবিধার জন্য ২০ অক্টোবর, সোমবার ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো চালাবে মেট্রো কর্তৃপক্ষ। তবে তার জন্য সকালেও দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা। এই কারণে কালীপুজোর দিন ব্লু লাইনে মেট্রোর সময়সূচি পরিবর্তিত হয়েছে। ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনেও কালীপুজোর দিন পরিষেবার সময়ে বদল ঘটেছে।

Blue Line:
প্রথম মেট্রো:
২০ অক্টোবর, ২৭২টির বদলে ১৪৪টি (৭২ জোড়া) মেট্রো চলবে ব্লু লাইনে

সকাল ৬টা ৫০-এর বদলে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে

সকাল ৬টা ৫৪-এর বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়

সকাল ৬টা ৫৫-এর বদলে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়

শেষ মেট্রো:
রাত ৯টা ২৮-এর বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে

রাত ৯টা ৩৩-এর বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়

Green Line:
কালীপুজোর দিন ২২৬টি মেট্রোর বদলে ১২৪টি (৬২ জোড়া) মেট্রো চলবে

সকাল ৬টা ৩৯ মিনিটের বদলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে। বাকি ক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে

Yellow Line:
কালীপুজোর দিন ১২০টি মেট্রোর বদলে ৫২টি (২৬ জোড়া) মেট্রো চলবে

প্রথম মেট্রো
সকাল ৭টা ৫৫-এর বদলে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়

সকাল ৮টার বদলে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টা ২২ মিনিটে

শেষ মেট্রো
রাত ৮টার বদলে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৩৪ মিনিটে

রাত ৮টা ৫-এর বদলে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সকাল বিকেল ৫টা ৫৪ মিনিটে

Purple Line:
কালীপুজোর দিন ৮০টি মেট্রোর বদলে ৪৪টি (২৬ জোড়া) মেট্রো চলবে

প্রথম মেট্রো
সকাল ৬টা ৫০-এর বদলে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার প্রথম মেট্রো সকাল ১০টায়

সকাল ৭টা ১৪-এর বদলে মাঝেরহাট থেকে জোকা যাওয়ার প্রথম মেট্রো সকাল ১০টা ২৪ মিনিটে

শেষ মেট্রো
রাত ৮টা ৩৬ মিনিটের বদলে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো বিকেল ৫টা ২৮ মিনিটে

রাত ৮টা ৫৭ মিনিটের বদলে মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো বিকেল ৫টা ৪৯ মিনিটে

Orange Line
প্রথম মেট্রো
সকাল ৮টার বদলে বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৫৫ মিনিটে

সকাল ৮টার বদলে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়

শেষ মেট্রো
রাত ৮টা ৫-এর বদলে বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়বে বিকাল ৫টা ৫৫ মিনিটে

রাত ৮টা ৫-এর বদলে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা যাওয়ার শেষ মেট্রো ছাড়বে বিকাল ৫টা ৫৫ মিনিটে

শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তা আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এই ক্রসওভার তৈরি হয়ে গেলে অনেকটা সুবিধা হবে দক্ষিণে মেট্রো রেক ঘোরানোর। দ্রুত রেক ঘুরতে পারলে টালিগঞ্জমুখী মেট্রোর লেট হওয়া কমবে বলে আশাবাদী মেট্রো রেলের আধিকারিকরা। অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে যে সংস্থা কাজ করছিল তারা জানিয়েছে, কাজ দ্রুত শুরু করা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *