প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাত পোহালেই কালীপুজো। কালীপুজো ও ভাইফোঁটায় আকাশ কেমন থাকবে, তা জানতে আগ্রহী অনেকেই। এদিকে ভোরের দিকে শীতের অনুভূতি ইতিমধ্যে অনুভব হতে শুরু করেছে। তার মাঝেই বর্ষা পিছু ছেড়েও ছাড়ছে না। যদিও বর্ষার আবহাওয়া কেটেছে দেশজুড়ে। কিন্তু শীতের আগে শেষবারের মতন বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।এদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবছে। বাকি জেলাতে হাওয়া মোটামুটি শুষ্কই থাকছে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবারই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রয়েছে সেই সতর্কতাই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ির কিছু অংশে ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে।
Hindustan TV Bangla Bengali News Portal