দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। বিগত কয়েক বছর ধরে সেখানে একাই ছিলেন তিনি। দুই ছেলে মেয়ে বাড়ি থেকে দূরে থাকতেন। শনিবার অনেকক্ষণ ডেকেও প্রতিবেশীরা সাড়া শব্দ পাননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রেখা সাহা (৫৮)। এন্টালির পটারি রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ের বিয়ে হয়েছে বিহারে এবং ছেলে বিদেশে থাকেন।শনিবার প্রতিবেশীরা ডাকতে গিয়ে কোনও সাড়া পাচ্ছিলেন না। সেই সময়ই তাঁদের সন্দেহ হয়। এন্টালি থানাকে খবর দিলে থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে মহিলার দেহ উদ্ধার করে। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে গোটা ঘটনা ঘটিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, রেখা দেবীর খাওয়া-দাওয়া জল ওষুধপত্র তাঁর ছেলে সমস্ত কিছুই অনলাইনের মাধ্যমে ইউএসএ থেকে ব্যবস্থা করতেন।এন্টালি থানার পুলিশ এসে দরজা ভাঙতেই উদ্ধার হয় প্রৌঢ়ার দেহ। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান আগেই মৃত্যু হয়েছে তাঁর। কী করে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তাঁর ছেলে ও মেয়েকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
Hindustan TV Bangla Bengali News Portal