দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীপুজোর আগেই নৈহাটি রেল মাঠে হঠাৎ করে এই আগুন লাগার ঘটনা ঘটে। একটি ফুড স্টলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকানগুলিতে। খবর পেয়েই ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা।জানা যায়, কালীপুজো উপলক্ষেই ওই মাঠজুড়ে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ছিল একাধিক খাবারে স্টলও। স্টলগুলিতে রাখা ছিল গ্যাসের স্টোভ-সহ রান্নার একাধিক সরঞ্জাম। ফলে যে কোনও সময় বড় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকল কর্মীরা। ঘটনায় প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা। যদিও পুজো উদ্যোক্তাদের দাবি, ”দমকলের সমস্ত অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হয়েছে। এমনকী মেলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রাখা হয়েছে।” কীভাবে এই ঘটনা তা স্পষ্ট নয়। যদিও শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখছে নৈহাটির পুলিশ প্রশাসন এবং দমকল। অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি খাবারের স্টল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে |
Hindustan TV Bangla Bengali News Portal