Breaking News

বাড়ির কালীপুজোয় অন্য রূপে মুখ্যমন্ত্রী মমতা!মেয়েকে নিয়ে কালীঘাটের বাড়িতে অভিষেক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রতিবছরই কালীপুজোর দিন অন্যরূপে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোর কাজ কাজ প্রায় নিজের হাতেই সারেন তিনি। নিজেই খিচুড়ি ভোগ রান্না করেন খোদ মুখ্যমন্ত্রী। অতিথি আপ্যায়নেও দেখা যায় তাঁকেই। এবারও তার অন্যথা হল না। এই বছর ৪৮ বছরে পা দিল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো। প্রতি বছর নিজের হাতেই পুজোর যাবতীয় আচার অনুষ্ঠান পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে লেক কালীবাড়ি থেকে সোজা কালীঘাটের বাড়িতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিল মেয়ে আজানিয়াও।কালীপুজোর দিন প্রত্যেক বছরই রীতিমতো চাঁদের হাট বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷আটপৌড়ে করে শাড়ি পরে এদিন মমতা প্রতি বছরের মতো এদিনও অতিথিদের আপ্যায়ন করেন৷ পাশাপাশি, সারেন পুজোর কাজ৷মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় একাধিক বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ হয় প্রতি বছর। ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যাবতীয় আচার একা হাতেই নিষ্ঠা ভরে সেইসব দায়িত্ব পালন করেন তিনি। গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ি সাজিয়ে তোলা হয়। সন্ধ্যায় হয় পুজো।এদিকে এদিন বিকেলে লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর জন্য সুস্থতা ও সৌভাগ্য কামনা করেন তিনি। এরপর সোজা চলে যান কালীঘাটের বাড়িতে। তার পরনে রয়েছে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি। সঙ্গে রয়েছে মেয়ে আজানিয়াও। প্রতিবারই বাড়ির পুজোয় একইসঙ্গে দেখা যায় মমতা-অভিষেককে। গতবছর চোখে অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরেই বাড়ির পুজোয় শামিল হয়েছিলেন অভিষেক। এবারও তার অন্যথা হল না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *