প্রসেনজিৎ ধর, কলকাতা :-ঘরের আলমারির ভিতর থেকে নাবালিকা মেয়ের ঝুলন্ত উদ্ধার করলেন মা! সোমবার, কালীপুজোর দিন এ নিয়ে শোরগোল দক্ষিণ কলকাতার আলিপুর থানার বিদ্যাসাগর কলোনি এলাকায়। ইতিমধ্যে ছাত্রীর দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে।পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকা আলিপুরের একটি ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে থাকত। শহরের এক নামী বেসরকারি স্কুলের ছাত্রী ছিল সে। রবিবার সন্ধ্যায় তার বাবা ছিলেন অফিসে, আর মা গিয়েছিলেন দিওয়ালির বাজারে। ফিরে এসে মেয়েকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি তিনি। বারবার দরজায় ধাক্কা দিয়েও যখন সাড়া মেলেনি, তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তিনি।ঘর খালি। কোথাও মেয়ের দেখা নেই। এরপর খুঁজতে খুঁজতে আলমারির দরজা খোলেন মা। আর সেখানেই হাড়হিম করা দৃশ্য। আলমারির ভিতরে ঝুলছে মেয়ের নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা হতে পারে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিল এত ছোট মেয়ে, তা ঘিরে রহস্য ঘনীভূত।ইতিমধ্যেই নাবালিকার পরিবারের সদস্য ও স্কুলের কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। কেন এমন মর্মান্তিক পরিণতি— তার উত্তর খুঁজতেই এখন ব্যস্ত তদন্তকারীরা। আলিপুরের এক প্রতিবেশী বলেন, “খুব হাসিখুশি মেয়ে ছিল। এমন কিছু করবে, ভাবতেই পারছি না।”
Hindustan TV Bangla Bengali News Portal