Breaking News

বাজির শব্দে প্রবল আতঙ্ক! গিরিশ পার্ক- ক্ষুদিরাম,মেট্রোর কামরায় পথ কুকুরের সফর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কয়েক দিন আগেই বেঙ্গালুরু মেট্রোর কামরার ভিতরে টিকিট কেটে এক ব্যক্তির ভিক্ষা করার ভিডিও ভাইরাল হয়েছিল৷ এবার কলকাতা মেট্রোয় সফর করল এক পথকুকুর৷ সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ ঘটনায় রীতিমতো অস্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ৷রাজ্যে বাজি পোড়ানোর সময় বেঁধে দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালিয়েছে পুলিশ। তা সত্ত্বেও রাত বাড়তেই বেশ কিছু জায়গায় শব্দবাজি রীতিমতো দাপট দেখিয়েছে বলে অভিযোগ। যার জেরে ভয়ে মেট্রোয় উঠে এড়ে একটি পথকুকুর! ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বাঁশদ্রোণীতে।কুকুরেরা যে শব্দে ভয় পায়, তা কারও অজানা নয়। তাই উৎসবের দিনগুলিতে দূষণের পাশাপাশি ওদের কথা ভেবেও শব্দবাজি না পোড়ানোর কথা বলা হয় বারবার। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কালীপুজো উপলক্ষে অন্যান্যদিনের তুলনায় রবিবার রাতে বেশি সময় পর্যন্ত চালানো হয় মেট্রো। তবে মোটের উপর ফাঁকাই ছিল। জানা গিয়েছে, বাঁশদ্রোণীতে ঘটে অদ্ভুত কাণ্ড। মেট্রোর দরজা খুলতেই উঠে পড়ে এক পথকুকুর। কিন্তু বুঝতে পেরে কামরার ভিতর ছোটাছুটি করতে থাকে সে।শব্দবাজির তাণ্ডবে ভয় পেয়েই কোনওভাবে মেট্রোর ভিতরে চলে আসে কুকুরটি। এরপর নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে উঠে পড়ে রেকে। শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো থামতেই কর্তৃপক্ষের তরফে উদ্ধার করা হয় তাকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *