দেবরীনা মণ্ডল সাহা :-এই নিয়ে তৃতীয়বার, ফের তলব করা হল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগে থেকেই তিনি ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে। ফের একবার ডাক পড়ল রাজ্যের মন্ত্রীর। এর আগে,কারামন্ত্রীকে আদালতের নির্দেশে দুবার জিজ্ঞাসা করে ED। তবে সূত্রের খবর, মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট নন তাঁরা। সেই কারণে বুধবার তলব করা হয়েছে তাঁকে।ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এরপর পরেই তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়। শুধু তাই নয়, উদ্ধার হয় ৪১ লক্ষ টাকার নগদ। ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।পালটা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। আদালতে কেন্দ্রীয় এই তদন্তকারী জানায়, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিংক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাঁকে হেফাজতে নিতে চাই।”
Hindustan TV Bangla Bengali News Portal