Breaking News

‘বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ’, রাষ্ট্রপতির হেলিকপ্টার বিভ্রাটের পর দীর্ঘায়ু কামনা করে পোস্ট মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘দুর্ঘটনা এড়ানো গিয়েছে’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বিভ্রাটের পরই এক্স হ্য়ান্ডেলে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা হ্যান্ডেলে । মমতা লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।’ এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চারদিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ একাধিক মন্ত্রী। বুধবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে পাঠানমথিত্তা জেলার যান। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে। কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ামাত্রই বিপদ এড়ানো যাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *