নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে উত্তাল বঙ্গ-রাজনীতি। তার মধ্যেই এ বার রাজ্যের প্রায় ৬০০ বুথ লেভেল অফিসারকে (বিএলও) শো কজ় করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, ওই সব বিএলও কাজ থেকে অব্যাহতি চেয়েছেন! কেন তাঁরা অব্যাহতি চাইছেন, সেই কারণ দর্শাতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিএলও-দের।বাংলায় ধাপে ধাপে ৬০০ বিএলও-কে দেওয়া হয়েছে শোকজ নোটিস। কেন তারা কমিশনের কাজ করতে চাইছেন না, তার সঠিক কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, একাধিক বিএলও কমিশনের কাজে অংশ নিতে চাইছেন না।এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “এসআইআরের বিরোধিতা করছি না। আমরা সবরকম সাহায্য করতে রাজি আছি। তাই বলে এসআইআর প্রক্রিয়ার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে, এটা হতে দিতে পারবে না। স্কুলের একমাত্র শিক্ষক বলে বা নির্দিষ্ট কোনও বিষয়ের একমাত্র শিক্ষক বলে যারা বিএলও-র কাজ করতে চাইছেন না, তাদের পাশে আছি।”বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, শিক্ষক-শিক্ষিকারা এ রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই কাজ করতে চাইছেন না। তৃণমূল দিকে দিকে আতঙ্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বলে শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন।
Hindustan TV Bangla Bengali News Portal