Breaking News

বাঁকুড়ায় জামাইবাবুকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু শ্যালকের!

দেবরীনা মণ্ডল সাহা:-বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার আধকাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত দুই। মৃত যুবকের নাম দেব সরদার বয়স ২২ বছর, বাড়ি বিষ্ণুপুর থানার বেলশুলিয়া এলাকায়। এবং আহত দুজনার নাম দীনবন্ধু সরদার বাড়ি খড়কাটা গ্রামে ও সুকদেব পন্ডিত বাড়ি গড়বেতা থানার মোহনপুরে। এদের মধ্যে শুকদেব পন্ডিত জামাইবাবু এবং মৃত দেব ও আহত দীনবন্ধু মামাতো পিসতুতো ভাই। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া পঞ্চায়েতের বনগেলিয়া গ্রামে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের জামাইবাবু দীনবন্ধু সর্দার এবং বন্ধু শুকদেব পণ্ডিত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বাসদা মোহনপুর এলাকার বাসিন্দা দীনবন্ধু সর্দার জামাইফোঁটার উপলক্ষে এদিন সকালে শ্বশুরবাড়ি বনগেলিয়া যাচ্ছিলেন। তিনি বাসে করে বাকাদহ বাসস্ট্যান্ডে পৌঁছন। সেখানে তাঁর শ্যালক গণেশ সর্দার এবং গণেশের বন্ধু শুকদেব পণ্ডিত বাইকে করে তাঁকে আনতে যান। তিনজন একই বাইকে করে ফেরার সময় আধকাটা গ্রামের কাছে একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় বাইকটি লরির তলায় ঢুকে যায়|ঘটনাস্থলেই মারা যান গণেশ সর্দার। গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন দীনবন্ধু ও শুকদেব।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। দু’জন জখমকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *