Breaking News

উৎসবের আলো ম্লান, মধ্যমগ্রামে দুটি বাসের রেষারেষিতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তেজনা মধ্যমগ্রামে!

প্রসেনজিৎ ধর :-দীপাবলির উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা মধ‍্যমগ্রামের যশোর রোডে । দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারাল মাধ্যমিক পরীক্ষার্থী । বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল অন্তরা বোস নামে ওই কিশোরীর । দুর্ঘটনায় স্কুটিতে থাকা তাঁর এক বন্ধুও গুরুতর জখম হয়েছে ।
ঘটনার পরেই উত্তেজিত জনতা পরপর বাসে ভাঙচুর চালান । যার জেরে বুধবার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে । ঘাতক বাসটিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ । তবে, তার চালক ও খালাসি পলাতক । তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । বাস ভাঙচুরের ঘটনায় পুলিশ মৃতের পরিবারের কয়েক জনকে আটক করেছে বলে জানা গিয়েছে ।বুধবার দুপুরে মধ্যমগ্রামের মেঘদূত বাসস্ট্যান্ডের কাছে এক বন্ধুর সঙ্গে স্কুটি করে যাচ্ছিল অন্তরা। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সামনেই তার মাধ্যমিক পরীক্ষা। বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। যশোর রোড দিয়ে ওই স্কুটি চালিয়ে দুই বন্ধু যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, সেসময় দুটি এল২৩৮ বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস দ্রুতগতিতে ওই স্কুটির পিছনে গিয়ে ধাক্কা মারে! স্কুটির পিছনেই ছিল অন্তরা। ধাক্কায় সে রাস্তায় পড়ে গেলে বাসের চাকা তাকে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে।দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে তার বন্ধুও। তাকে দ্রুত উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘাতক বাসটিকে ধরে ফেলা হয়। ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় ওই বাসটিতে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কিছু সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *