Breaking News

এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহ!কাঠগড়ায় এনআরএসের অস্থায়ী কর্মী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালে| বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ,শুরু হয়েছে তদন্ত।জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ১৫ বছরের নাবালিকা এসএসকেএম হাসপাতালে এসেছিল। অভিযোগ, সেই সময় নাবালিকাকে নির্যাতিতাকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে অস্থায়ী কর্মী অমিত মল্লিক। এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার চিকিৎসার জন্য এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। তখনই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। দাবি, হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। শেষমেশ বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত যুবকের পরিচয়, তিনি কোথায় কাজ করেন, এসএসকেএমে কী ভাবে ঢুকলেন— সে সব খতিয়ে দেখা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র মারফত প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত অতীতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেছেন। সেই সূত্রে মাঝেমধ্যে এসএসকেএম-এ যাতায়াত ছিল তাঁর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *